Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দেশের মালিক !

: | : ২৩/১২/২০১৩

এদেশের মালিক কে ? সাধারন জনগনকেই একটি দেশের মালিক বলে বিবেচনা করা হয় ।তার পিছনে যথাযত যুক্তিও কিন্তু কম নয় ।একজন দিনমজুর যদি কাজ না করে সেটাও দেশের অর্থনীতির উপর অনেক বড় প্রভাব ফেলে আমি মনে করি কারন একজন কাজ না করলে আরেকটু বেশী দামে আরেকজনকে সেই কাজের জন্য নিতে হবে, এতে কাজের জন্য সময় নষ্ট হবে, পিছিয়ে যাবে সঠিক সময়ে কাজ শেষ হওয়ার লক্ষমাত্রা, ক্ষতিগ্রস্থ হবে অর্থনীতি ।সুতরাং একজনের জন্য সামগ্রিক অর্থনীতি কিছুটা হলেও ভুক্তভোগী ।এই একজন একজন করেই সকলে মিলে এদেশের মালিক সাধারন মানুষ ।

 

গতকাল হঠাৎই অর্থমন্ত্রির রুমে ঢুকে যাওয়া ব্যক্তিটি বারবারই বলছিলো আমি দেশের মালিক !কে এই দেশের মালিক ? সবাই তুচ্ছ করলেও ঘটনাটি আমি তুচ্ছভাবে দেখছিনা ।মানুষের বর্তমান অবস্থা এমনই যে  মানুষ আর সহ্য করতে পারছেনা ।স্বাধীনতা থাকলেও ঘর থেকে বের হতে মানুষের যে নিরাপত্তাহীনতা তা মানুষকে শুধু হতাশই করছেনা অসহায়ও করছে ।দগ্ধ মানুষের আহাজারি আর মানুষের না খেয়ে থাকার অভাব পরিবেশকে নিদিনই ভারী করে তুলছে ।এই অবস্থায় সবাই চাচ্ছে একটু শান্তি আর একটু স্বস্তি ।যে কালকে নিজেকে দেশের মালিক পরিচয় দিলো সে কি এদেশেরই কেউ হতভাগ্য স্বজন হারানো মানুষ ? তার কেউ কি রাজনৈতিক রোষানলে জীবন দিয়েছে অথবা তার ছোট্ট শিশুটি ককটেলের আঘাতে বিছানায় কাতরিয়ে মরছে ? কোন উত্তর খোঁজার চেষ্টা না করে সবাই তাকে পাগল বলে মানুষিক হাসপাতালে ভর্তি করে দিলো ।উত্তর খোঁজার কি প্রয়োজন ছিলোনা যে, এই তথাকথিত দেশের মালিক কে বা কি কারনে সে দেশের মালিক নিজেকে দাবি করছে ?

 

যদি কোন কারন নাও থাকে তবেই কি তার দাবি অমুলক ? আমরা সাধারনেরা কোন দিনও মন্ত্রি পর্যন্ত পৌছাতে পারিনা ।আমাদের সাধারন কথাটুকু মন্ত্রি পর্যন্ত পৌছাতে গেলেও করতে হয় বড় ধরনের লবিং ।যে লবিং করতে করতে যে কারনে লবিং করা সে কারনটিও শেষ হয়ে যায় কোন কোন সময় !এই অবস্থায় তথাকথিত দেশের মালিক নিজেকে দেশের মালিক বলে দাবি করতেই পারে ! কারন তারমত সাধারন মানুষের হাতেইতো দেশ চলছে, অর্থনীতির চাকা ঘুরছে ।আমাদের দেশের মালিকেরা আজ বড়ই অসহায় ।তাদের অসহায়ত্বে পাগল বলে অনেক ভ্রু-কুটিত হাসি দেখতে হয় আমাদের ।আমরা সাধারন বলেই এতটা অবজ্ঞা আর অসহায়ত্ব ।তবে এ কথা সত্য যে দেশের মালিকেরা আজ নিজেদের দেশের মালিক বলে দাবি করতে শিখে যাচ্ছে !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top