নষ্ট কাব্য-১
ছয়টি ছেলে দুইটি মেয়ে তার
ছিল না সে অতি দরিদ্র,
গ্রাম্য ডাক্তার হিসাবে বেশ নাম ডাক
পেশাটাও তো ছিল অতি ভদ্র।
কিন্তু মানুষ করতে পারেনি
সে তার আটটি সন্তান,
এলোমেলো আর তছনছ হয়
তাদের সাজানো উদ্যান।
এসবের পিছনে কারন ছিল একটাই
সবই ছিল ঠিক, শুধু ঠিক ছিল না তার চরিত্র,
অঢেল ধন, সংসার, সন্তানদের
রাখতে পারেনি তাই পবিত্র।
যেখানেই যেত সে
দরিদ্র মেয়ে রোগী দেখতে,
অপবিত্র করে অবশেষে
বিয়ে যে তারে হত করতে।
জীবনের বেশীর ভাগ সময়
থাকেনি সে এক জায়গায়,
আজ এখানে কাল সেখানে
উড়ে বেড়াত যেন ডালে ডালে পাতায় পাতায়।
টাকা পয়সা জমি জমার অভাব তো
তার ছিল না কভু,
শেষ বয়সে এত কিছু থাকতেও
শান্তি তো দিল না তারে প্রভু।
না পেল সন্তানের ভালবাসা
না পেল বৃদ্ধ কালে একটু সুখ,
ধুঁকে ধুঁকে হলো মৃত্যু
সব কিছু ফেলে চলে গেলো সাথে নিলো শুধু দুখ।
চরিত্র অমূল্য সম্পদ
মোহে পরে করোনা নষ্ট,
খনিকের সুখ আর শান্তি পাবে এতে
শেষ বয়সে আর মরন কালে পাবে যে অতি কষ্ট।