Top today
নৌকায় খোকা বাবু
আষাঢ়ে ভরা এক বর্ষায়
মাঠে এল জল,
নৌকা দোলে ঢেউয়ের তালে
জল করে টল মল ।
পানির নিচে যে দুর্বা ঘাস
শেওলা আছে গায়,
ছোট ছোট সব মাছ গুলো
ঠুকরে ঠুকরে খায় ।
নৌকায় উঠে মাঝি যখন
বৈঠাতে দেয় টান,
আনমনেই সে গেয়ে উঠে
ভাটিয়ালী গান ।
খুকু মনি নৌকায় উঠে
খিলখিলে হাসে,
পানির উপর কাঠের নৌকা
কি করে ভাসে ।
মাম্মী বলে খোকা বাবু
চুপ করে থাকো ,
পরে যাবে অথৈ জলে
পাশে যেও নাকো ।
বড় হয়ে তুমি যখন
পড়বে উচু ক্লাসে ,
জানবে তখন নৌকা কেম্ নে
জলের উপর ভাসে । ।