বাঁজাও যুদ্ধের দামামা
আবারও পুরনো বিচ্ছুরা
স্বাধীনতার গায়ে বিষাক্ত হুল ফোটাচ্ছে
আবারও পুরনো নেকড়ের দল
স্বাধীনতার পতাকা কামড়ে ধরেছে
একাত্তরের জল্লাদেরা আবারও
রক্তের হোলি খেলায় মেতে উঠেছে।
তোমরা কি শুনছ না মায়ের বুক খালি হওয়ার আর্তনাদ
তোমরা কি শুনছ না স্বামী হারিয়ে বিধবা হওয়ার চিৎকার
শুনতে কি পাচ্ছ না পিতৃ হারা সন্তানের কান্নার আওয়াজ
দেখতে কি পাচ্ছ না পথে মাঠে ঘাটে রক্ত-লাশ-কঙ্কাল।
এসো- বেরিয়ে এসো ঘর থেকে
বাঁজাও যুদ্ধের দামামা
এসেছে আবার যুদ্ধের ডাক
মুষ্টিবদ্ধ করো হাত
তোল বজ্র নিনাদ
ঝাঁপিয়ে পড় ওদের উপর
ধরো অস্ত্র আবার
যেমন ধরেছিলে একাত্তরে
চালাও অস্ত্র
স্তব্ধ করো ওদের আস্ফালন
রুদ্ধ করো পথ।
ওঠো- জেগে ওঠো আবার
ওঠাও আবার বিজয় কেতন
উড়ুক বাতাসে পত পত শব্দে
বাঁচাও মানুষ
থামাও কান্না
ধরো-ওদের ধরো
স্তব্ধ করো
পদদলিত করে পিষ্ট করো পুরনো বিচ্ছুর দল
নির্মূল করো ঐ জল্লাদের দল
খোঁজ আনাচে কানাচে
রুদ্ধ করো ওদের শলা কলা কৌশল।