Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

সত্য অতীত

: | : ২৩/১২/২০১৩

সত্য অতীত

যে মানুষ তার অতীত ভুলে যায়
সে তার মনুষ্যত্ব হারায়;
আর যে মনুষ্যত্ব হারায়
সে পশুর সাথে তুল্য।যে তার অতীত ভুলে যায়
সে তার মাকে অস্বীকার করে;
আর যে তার মাকে অস্বীকার করে
সে তার জন্মকে অস্বীকার করে।
তাহলে কি তার জন্মই হয় নি!

একটি সদ্যপ্রসূত শিশুরও অতীত আছে,
আর সেই অতীত হলো তার মায়ের গর্ভ।
একে সে কিভাবে অস্বীকার করবে,
যেখানে সে এক ফোঁটা বীর্য থেকে
রক্ত, অতঃপর মাংসপিন্ড থেকে
একজন পরিপূর্ণ মানবসন্তান হিসেবে
পৃথিবীতে এসে সদম্ভে বিচরণ করে।

আমি বর্তমানে যা; তা-ই তো
আমার অতীত; ভবিষ্যতে।
আর অতীত মানেই ইতিহাস।
ইতিহাস থেকে শিক্ষা নেয় মানুষ,
আত্মবিশ্বাসী হয়;
সেই আত্মবিশ্বাস মানুষকে পৌঁছে দেয়
সফলতার চরম শিখরে।

মানুষ অতীত থেকে শিখবে।
সেই শিক্ষা থেকে কাজ করবে; বর্তমানে।
বর্তমান তাকে নিয়ে যাবে
সফলতার স্বর্ণশিখরে; ভবিষ্যতের দিকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top