Top today
|| স্বপ্ন শৈশব ||
আমার আজো ইচ্ছে করে মামার বাড়ি যেতে,
‘চাওয়াই’ নদীর ধারে বসে চড়ুইভাতি খেতে ।
দুরন্ত সেই কিশোর বেলায়
গোল্লাছুট আর নাটাই খেলায়
পঞ্চবটির নাগর দোলায়
সুখের পরশ পেতে-
ইচ্ছে করে হারিয়ে যাই মধুর শৈশবেতে ।
সড়ক পথে পাড়ার বাঁকে ছোট্ট আলপথ,
বাঁশ বনের ছায়ায় দোলে স্বপ্নের শৈশব ।
দীঘল ক্ষেতে আখের সারি,
ফাঁকে রোদের লুকোচুরি
কোন খেয়ালে মোষের গাড়ি-
হাওয়ায় উঠে মেতে,
ইচ্ছে করে হারিয়ে যাই মধুর শৈশবেতে ।
কচুবন আর কাজলদীঘি কঞ্চিবাঁশের বেড়া,
পাটপঁচা গন্ধমাখা পানা সবুজ ঘেরা ।
পুঁই মাচা আর লাউলতা
কুঁড়ে ঘরে ছনপাতা
ডালিম ফুলের সেই মমতা
ডাকছে উঠানেতে-
ইচ্ছে করে হারিয়ে যাই মধুর শৈশবেতে ।।
———-