Top today
অবক্ষয়ের মহাপ্লাবন
অবক্ষয়ের মহাপ্লাবন
………………জাফর পাঠান
থাকিলেও বারণ–নেই অনুসরণ–করে অনুকরন
শয়তানের অপচ্ছায়া–লোভের ছায়াতরু
দেখে হয়না ভীরু–বেছে নেয় মরু,
ত্রৈলোক্যের নাড়ু !।
সাংস্কৃতিক আগ্রাসন
চলে বিভাজন–চলে অপমিশ্রণ
হাতে গ্লাস–ঠোঁটে ধুঁয়া–বগলে থাকে তন
চোখে নেশা,মিছে জাগে ভবিষ্য গড়ার তপন।
উথলি মন–ভরা যৌবন, করিলে যতন হবে সৃজন
রাষ্ট্র–সমাজ–পরিবার সুযোগ নেই হেলার
নিতে হয় বুঝে যতটুকু নেয়ার
যদিও ধরাতে যে যার।
বুড়ো আঙ্গুল চুষে চুষে
বৃহৎ মুলা ঝুলিয়ে– খিল খিলিয়ে হেসে
যদি না পারা যায় উৎখাতে–বড়াই তবে কিসে?
ব্যার্থতা–অবক্ষয়ের মহাপ্লাবন–থাকতে পারেনা মিশে।