Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অবক্ষয়ের মহাপ্লাবন

: | : ২৪/১২/২০১৩

অবক্ষয়ের মহাপ্লাবন

………………জাফর পাঠান

 

থাকিলেও বারণনেই অনুসরণকরে অনুকরন

শয়তানের অপচ্ছায়ালোভের ছায়াতরু

দেখে হয়না ভীরুবেছে নেয় মরু,

ত্রৈলোক্যের নাড়ু !

সাংস্কৃতিক আগ্রাসন

চলে বিভাজনচলে অপমিশ্রণ

হাতে গ্লাসঠোঁটে ধুঁয়াবগলে থাকে তন

চোখে নেশা,মিছে জাগে ভবিষ্য গড়ার তপন

 

উথলি মনভরা যৌবন, করিলে যতন হবে সৃজন

রাষ্ট্রসমাজপরিবার সুযোগ নেই হেলার

নিতে হয় বুঝে যতটুকু নেয়ার

যদিও ধরাতে যে যার

বুড়ো আঙ্গুল চুষে চুষে

বৃহৎ মুলা ঝুলিয়েখিল খিলিয়ে হেসে

যদি না পারা যায় উৎখাতেবড়াই তবে কিসে?

ব্যার্থতাঅবক্ষয়ের মহাপ্লাবনথাকতে পারেনা মিশে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top