Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আত্মায় শান্তি আনে… ……..

: | : ২৪/১২/২০১৩
মধুর বীণা বাজে প্রাণে
দুহাতে বুকে জড়ালে..
আত্মায় শান্তি আনে।

দিনভর প্রাণ তৃষিত
থাকলে নজরের আড়ালে
কাজ কম্ম সব বিষিত….

কর্তব্যের খাতিরে
শুন্য বুক নিয়ে
হতে হয় ঘরের বাহিরে….

মা হীন সারাবেলায়

সময় কাটে হেলাফেলায়
মত্ত থাক বুঝি দুজনে খেলায়…

খাঁ খাঁ করে অন্তর
এক সমুদ্দুর তৃষা
সময়ের গতি মন্থর…

বঞ্চিত সব আদর
আলোতে এক নদী তৃষ্ণা
আঁধারে বিছাই মমতার চাদর…

তৃষ্ণা এক আকাশ
চুলের ঘ্রান, গায়ের মিষ্টি ঘ্রান
ক্ষনে ক্ষণে হয় দীর্ঘশ্বাস….

শুক্র, শনি খুশি দুটি মন
রবির সকাল
বিষাদে ছেঁয়ে যায় ক্ষণ….

কাছেই আছি বাবারা হয়ে নিলীন
বড় হও হাসি খুশিতে
প্রিয় মুখগুলি যেন না দেখি মলিন….

আমার কলিজা, আমার আত্মা
সীন মীম জীবন আমার
তোরা হীন আমার নেই কোন সত্তা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top