Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ক্ষণিকের রোশনি

: | : ২৪/১২/২০১৩

ক্ষণিকের রোশনি

বাসে করে বাসায় ফিরছিলাম।
তুমি এসে উঠলে বাসে;
এসে বসলে পাশে।তোমাকে দেখেই আমার ভিতরে
খেলে গেল ঢেউ;
তুমি কি আমার চেনা-জানা কেউ?

গাড়িটা ঘুরে উত্তর থেকে দক্ষিণমুখী।
আমি তাকালাম;
সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে তখন।

তোমার দিকে তাকালাম,
তুমি এক পলক তাকালে
আমার চোখে চোখ পড়তেই
তুমি লজ্জায় চোখ ফিরিয়ে নিলে;
আর আমি, মুগ্ধ চোখে তোমার রূপ দেখলাম।

সূর্যের আলো এসে পড়ল তোমার মুখে।
তুমি চাঁদের মায়া ধারণ করলে;
আর আমি সেই মায়ায় হারালাম।

তুমি যখন ঠোঁট নাড়াচ্ছ
এক চিলতে চাঁদের হাসি।
হাসির মাঝেই খুঁজে নিলাম
আমার ক্ষণিক মনের খুশি।

চুপটি করে বসে যখন
মুখটি করে থির;
পূর্ণিমা চাঁদ হয়ে জাগাও
মনের মাঝে ঘোর।

ক্ষণিক সময়, ক্ষণিক দেখা,
একটু বাঁকা চাহনি;
এতেই করে আমার মনে
ছড়িয়ে গেলে রোশনি।

কে গো তুমি? কোথায় বসত?
কিছুই জানা হল না।
হঠাৎ পাওয়া এই রোশনি
ধরে রাখা গেল না!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top