Top today
নিজেকে মনে হচ্ছে সাউন্ড এলার্ম
নিজেকে মনে হচ্ছে সাউন্ড এলার্ম .সারাক্ষণ আমার পাশে দিয়ে ফায়ার ব্রিগেড গাড়ি আসছে আর যাচ্ছে এইশব্দ ছাড়া আর সব শব্দ অফ .নো টিভি ফোন হিটিং আজকে ঘরটা বেশ ঠান্ডা মনে হচ্ছে .বাচ্ছা কে নিয়ে কোথায় যে যাব. পরিচিত যে দুই একজন যারা আছে তাদের বাসায় একদিন হয়তবা থাকলাম
এত বিপর্যয় আমি কানাডার জীবনে প্রথম দেখলাম .কারবালা বলব না পচিশ এর রাত বলব তা বুজতে পারছিনা .আমার অবস্থা অনেকের চেয়ে বেটার আমি এখনো খাওয়ার পানি পাচ্ছি কম্পিউটার পাচ্ছি ইউস করার জন্য. আর কতক্ষণ থাকবে কে জানে .