Top today
প্রেম অবিরত
সময়ের শেষে হারানো পথও খুঁজে কিছু
ঢেউয়ে ভেসে যায়
অবশেষের মেঘখানি।
অপরাধের লজ্জায় আঁধারের কোলে
মুখ লুকায় আলো।
বিষাক্ত আলোর শেষ শিখায় আসে অনুতপ্ততা
কালো ধোঁয়ায় আচ্ছন্ন শহরটিও
খুঁজে একটু শুদ্ধতা।
অভিশাপে পচে যাওয়া নিষ্প্রাণ দেহটিও,
এখানে ওখানে সবখানে
আশীর্বাদ খুঁজে বেড়ায়।
ভয়ে আমি জড়সড় এককোণে
তখনো প্রিয় তোমায় খুঁজি একমনে।