Today 01 Nov 2025
Top today
Welcome to cholontika

প্রেম অবিরত

: | : ২৪/১২/২০১৩

সময়ের শেষে হারানো পথও খুঁজে কিছু

ঢেউয়ে ভেসে যায়

অবশেষের মেঘখানি।

অপরাধের লজ্জায় আঁধারের কোলে

মুখ লুকায় আলো।

বিষাক্ত আলোর শেষ শিখায় আসে অনুতপ্ততা

কালো ধোঁয়ায় আচ্ছন্ন শহরটিও

খুঁজে একটু শুদ্ধতা।

অভিশাপে পচে যাওয়া নিষ্প্রাণ দেহটিও,

এখানে ওখানে সবখানে

আশীর্বাদ খুঁজে বেড়ায়।

ভয়ে আমি জড়সড় এককোণে

তখনো প্রিয় তোমায় খুঁজি একমনে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top