ফ্লাট বাড়ি ।
দুই দরজা খুব কাছে
একেবারেই এপাশ ওপাশ
ধরতে গেলে এমনটা যেন
নিশ্বাসের শব্দটাও ওপাশে বাজে….
ও ঘরের হারিপাতিলের টুংটাং আওয়াজ
এ ঘরে স্বপ্নে দোলাচল
এই হল ফ্লাট বাড়ি…..।
জীবনবোধের সবটুকুই হয়
বাঁধা শুধু দরজাটা
তবুও যেন হাজার অচেনা
একে অন্যকে দেখে যেন না চেনা
ভারি কাচের চশমায় তাকাতাকি
না দেখার ভানে হয় যেন বড়লোকি
এই হল আমাদের ফ্লাট বাড়ি ।
কখনও কখনও প্রেম প্রেম খেলা
এ ঘরের ও ঘরের ছেলেমেয়েতে
আবার খুনসুটি
আত্নীয়ের মত থেকেও যেন
ক্রোশ-ক্রোশ, মাইল-মাইল
বহু দূরাদূরী……
এই হল আমাদের আধুনিক ফ্লাট বাড়ি ।
রোগে-শোকে, অসুখে-বিসুখে
একসাথে থেকেও শুধু নিজেরই
হাজার মানুষের ফ্লাটে
একাকিত্বের আহাজারি
বিপদের মুখে দেখলে একে অন্যকে
বিদ্রুপের চাহুনী…
এই হল আমাদের আধুনিক ফ্লাট বাড়ি ।
এত কাছে থেকেও কেন
আমরা পর হই
সবাই মিলে যদি আমরা
এক হয়ে যাই
অপরাধীরা নিশ্ব হয়ে
পালাবে দৌড়ে-দৌড়ে
শহর হয়ে উঠবে আমার
শান্তির নীড়ের ফ্লাট বাড়ি ।
শহরে এখন অত্যাধুনিক বাড়ির অভাব নেই । সব মানুষই একেকটি ফ্লাটের মালিক । কিন্তু এত অর্থনৈতিক অবস্থা ভালো থাকার পরও আমরা একে অন্য থেকে দিনদিনই দূরে সরে যাচ্ছি । একটি দরজার ব্যবধানে যেন একেকটি আলাদা রাজ্য । যার কারনে মানুষে মানুষে ভেদাভেদ দিন দিন বেড়েই চলছে । অনিয়ম তৈরী হয়ে যাচ্ছে নগর জীবনে । একজনের খোঁজ আরেকজন রাখতে পারছেনা । অপরাধীরা এই সুযোগ কাজে লাগিয়ে হয়ে উঠছে বেপরোয়া । এমনটা আমরা চাইনা । সবাই মিলেমিশে থাকলে মানুষের মনে শান্তি আসবে । সমাজ হবে সুন্দর আর অপরাধীরা পালাবে । ধণ্যবাদ সবাইকে ।
রচনাকাল ২১/১২/২০১৩ ইং (রাত :৯.৩০ মিনিট)