Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বিষণ্ন কবিতা গুলোর আত্মহত্যা

: | : ২৪/১২/২০১৩

দিন ফুরালেই এই দিন টুকুর,
বিষণ্ন্নতার রেশ থাকে রাতভর, জোনাক-জোনাকিরা বসে যায়
জ্যোত্স্না ডুবা রাতে সহসা তারাদের, কবিতা পাঠের জমজমাট আসর
শামুক ঘুগরির নৈশব্দের গান বেজে উঠে।

বাঁশঝাড়ের কঞ্চির ফাঁকে ফাঁকে চুঁইয়ে পরে,
নির্লিপ্ত জ্যোৎস্নার ঝিকমিক আলো,মাটির চুষে নেয়া জলের মত
দিনের বিপন্ন কাব্য উত্থানে মেঘ জমে, জ্যোত্স্না ছায়ায় বিরহী হাওয়া
গেয়ে উঠে স্বপ্নলোকের গান।

ক্ষয়ে যাওয়া দিনের বিপন্ন কাব্য,
বিদ্রোহী রাতে নলখাগড়ার বন কাঁপে, ধুমকেতু ঝরে পরে আগুন স্ফুলিঙ্গে
খুনসুটিতে তামাটে মাদকতায় ঘ্রাণ, রাতের ঠোঁটে অজস্র চুম্বন জেগে রয়
সেই কবিতা পাঠের আসরেই বিষণ্ন কবিতা গুলোর আত্মহত্যা।

1420@ 29 কার্তিক,হেমন্তকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top