Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আল্লাহ আমাদের পালনকারী পিতার মতন

: | : ২৫/১২/২০১৩

সে আসে আর যায় ।আসে খুব ধীরে।আমার বন্ধু পাওয়ার কম্পিউটার।এখন ও পাওয়ার স্টেবল হয়নি আমাদের।তারপর ও সবাই অনেক আনন্দিত স্বাধীনতার পাওয়ার আনন্দের মত।মনে হচ্ছে কারফিউ (এখানে প্রতিকূল হাওয়া মিলিটারীর ভূমিকায়) থেকে ফ্রি হলাম মাত্র।

কানাডার ইতিহাসে এত বড় দূর্যোগ সবাই বলছে ত্রিশ চল্লিশ বছরে দেখা যায়নি।তবে এর মধ্যে অনেকে বলছে কিছু মজার তথ্য।সবার ধারনাএই দূর্যোগ আল্লাহ দিয়েছেন ইচ্ছে করে কানাডার জনগনের উপর।

অন্টারিও প্রভিন্সের বর্তমান মেয়র তিনি হলেন মহিলা লেসবিয়ান।তার স্বামী ও একজন মহিলা ।(লোল)।কানাডারক
কানাডায় এবার একটা বিল পাস হয়েছে যেটাতে সেইম সেক্স ম্যারেজ অ্যালাউড।আমাদের কমিউনিটিতে সবাই এই মেয়রকে সারাক্ষন অভিশাপ দেয়।সবার ধারনা তার এই অনাচারের কারনে আজ আমাদের এই দূর্ভোগ।না হলে বরফের টুকরার এত শক্তি যে বড় বড় ম্যাপল ট্রী উল্টে ফেলে দিয়েছে যেখানে কোন বাতাস ছিলনা।এত বড় অনাচারের শাস্তি কি হবেনা?

আল্লাহ জানে এই দূর্যোগ কেন হল।তবে আমার স্বল্প বুদ্ধিতে আমি মনে করি দূর্যোগ ক্যালামিটি বিশৃংঙ্খলা ধংসাত্নক জিনিস আ্ল্লাহ ঘটাননা। তিনি আমাদের ভালবাসেন অনেকটা আমাদের মাবাবার মত বা তার চেয়ে বেশী।মাবাবা কি সন্তানকে অন্যায়ের শাস্তি দেন কখনও? দূর্যোগের জন্য শয়তান বা ডেভিলকে দায়ী করা যায়।

আল্লাহর কাছে শুধু এই প্রার্থনা আমাদের সবাইকে ন্যায় আর বিবেচনার সাথে চলার শক্তি দেন। সবার জন্য অনেক দোয়া অনেক ভালবাসা।আমি এখন অনেকটা সুস্থ এবং বিপদমুক্ত। সবাইকে অনেক ধন্যবাদ।সবাই ভাল থাকুন বিপদমুক্ত থাকুন এই কামনা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top