Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

একাকার

: | : ২৫/১২/২০১৩

971565_10151865209343440_1313902671_n

 

তোমাকে জানি–

এই আমি–আমার ছায়া

তোমার চোখ,দিঘীর প্রতিফলন,

স্মৃতির কম্পনে জল ঢেউ,

অনন্ত এই জীবন,তুমি আমি আমরা,

অতলে দেখো অবিনাশ কিছু নেই —

হাজারও ছায়ার মাঝে আমি তুমি আমরা একাকার।

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top