Top today
কথা দিলাম
আমার মনের গহীন কোণে
রাখছি যতন করে
দেবোনা কষ্ট আমি তোরে
রোদ বৃষ্টি ঝড়ে।
চোখের কাজল করে আমি
রাখবো তোরে বল
তোরে অনেক ভালোবাসি
আমার সাথে চল।
কোথায় যাবি কেনো যাবি
নাইবা জানলি তবে
করবো বিয়া আমি তোরে
জানবে লোকে সবে।।
আমার মনের গহীন কোণে
রাখছি যতন করে
দেবোনা কষ্ট আমি তোরে
রোদ বৃষ্টি ঝড়ে।
চোখের কাজল করে আমি
রাখবো তোরে বল
তোরে অনেক ভালোবাসি
আমার সাথে চল।
কোথায় যাবি কেনো যাবি
নাইবা জানলি তবে
করবো বিয়া আমি তোরে
জানবে লোকে সবে।।