Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তিক্তময় সত্য কথা ৩

: | : ২৫/১২/২০১৩

কিন্তু আজ হিযাব ( পর্দা) ত্যাগিয়ে নরকের খরি হচ্ছো আর অসংখ্য পুরুষদের সে পন্থের খাঁটি পথিকরুপে গড়াচ্ছো । যে পর্দা ফরজ তোমাদের সে পর্দা পালন করছে পুরুষরা । উভয়ের পোশাকের বৈসাদৃশ্যে নিশ্চিত বুঝতে সক্ষম হবে যে , পুং অপেক্ষা তোমাদের আকর্ষণীয় অঙ্গসমুহ উন্মুক্ত থাকে । তোমরা যদি পুং হতে আর ললনাদের জাল সদৃশ্য পরিচ্ছদের ফাঁকে কিংবা অবারিত নেশাক্তময় অঙ্গ অনায়াশে দেখতে । আমি হলফ করে বলছি , তোমরা যৌবন যুদ্ধে অবধারিত পরাজিত হয়ে ব্যভিচারে লিপ্ত হতে । পুং না হলে কিছুতেই বুঝবে না যে , কতটুকু কাম উত্তেজনা জাগলে কু পলকে তোমাদের গিলে গিলে ভক্ষণ যা জীনাতুল্য পাপ । অনেকে বক্র পন্থে চিন্তা করে বলে , ফল পাকলে সকলের নজরে পড়বেই এটাই স্বাভাবিক । আমি তাদেরকে বলছি , পরিপক্ক ফল আবৃত রাখলে কারো দৃষ্টিগোচর হবে না আর তা ভক্ষণের লিপ্সা চিত্তে জাগ্রত হবে না । এটাই চির বাস্তব কোন যুক্তি একে কর্তন করবে বলে মনে হয় না ।নিজের ধর্মগুরুকে শুধাও , সে জবাব দিবে যথার্থ যে ,তোমরা চরম আগ্রহে মোহনীয় অঙ্গসমুহ প্রকাশ কর । এটাই আল্লাহর বিধান । কিন্তু তোমরা ? ছি ! একাগ্র চিত্তে অনুধাবনে অতি সহজে উপলব্ধিতে সক্ষম হবে ।
আবার কত জন ইচ্ছায় অনিচ্ছায় হিযাবকারীদের কু-সমালোচনায় ব্যস্ত , এতেও ক্ষুদ্র পাপ নয় । আল্লাহর বিধান অমান্যের ফল সমন্ধে কেহই অজ্ঞাত নয় । কেহ কেহ লোক দেখানো হিযাব করে স্পষ্ট বোঝা যায় পরিচ্ছদে তাকালে । শরীরের অঙ্গ-প্রতঙ্গের কাঠামো পরিষ্কার বুঝতে কষ্ট হয় না । ইহাও শরীয়াতের বিধি নয় । হে প্রিয় মুসলীম মা বোনেরা , তোমাদের বেশ অবদান নিহিত শান্তির ধর্মে অতীত দৃষ্টিপাতে চিরন্তন প্রমাণ জোটে । কিন্তু আজ হিযাব ( পর্দা) ত্যাগিয়ে নরকের খরি হচ্ছো আর অসংখ্য পুরুষদের সে পন্থের খাঁটি পথিকরুপে গড়াচ্ছো । যে পর্দা ফরজ তোমাদের সে পর্দা পালন করছে পুরুষরা । উভয়ের পোশাকের বৈসাদৃশ্যে নিশ্চিত বুঝতে সক্ষম হবে যে , পুং অপেক্ষা তোমাদের আকর্ষণীয় অঙ্গসমুহ উন্মুক্ত থাকে । তোমরা যদি পুং হতে আর ললনাদের জাল সদৃশ্য পরিচ্ছদের ফাঁকে কিংবা অবারিত নেশাক্তময় অঙ্গ অনায়াশে দেখতে । আমি হলফ করে বলছি , তোমরা যৌবন যুদ্ধে অবধারিত পরাজিত হয়ে ব্যভিচারে লিপ্ত হতে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top