Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দুই টুকরো কাশ্মিরী শাল – ৫

: | : ২৫/১২/২০১৩

( পু্র্ব প্রকাশিতের পর )

দেখতে দেখতে এসে গেল বিয়ের দিন ক্ষণ !

যথাসময়ে যথানিয়মে বউ সেজে ঘোমটা টেনে বসেছিল সালেহা ।

বিয়ে উপলক্ষে বেশ অনেক খরচই করেছিল সুরুজ মিঞা । একে তার পয়সার কমতি নেই । তার উপর শেষ বয়সে এসে কুমারী কোন মেয়েকে বিয়ে করতে পারার আনন্দে সুরুজ মিঞা তার  হবু  বউয়ের গরীব ভাইয়েদের কোন খরচাই করতে দেয়নি ।বিনা খরচায় গলার কাঁটা হয়ে ওঠা সোমথ্থ বোনকে পার করার এমন সুযোগ সালেহার ভাইয়েরা হাতছাড়া করতে চান নি কিছুতেই ( উল্টা তারা বোনের বিয়ের পণ হিসেবে বেশ ভাল পরিমান নগদ অর্থও পেয়েছিল বলে পরে জানা যায় ) ।

নিস্পৃহতাকে অভ্যাসে পরিনত করে ফেলা সালেহা সেদিন হয়তো সব জেনে বুঝেও তাই চুপটি করে বউ সেজে অপেক্ষা করছিল বর আসার । সময়মতন বরও এসেছিল ।

কিনতু বিয়ে পড়ানোর আগ মুহুর্তে কি ভেবে যেন ভাগ্যদেবী সেদিন মুখ ফিরিয়ে তাকিয়েছিল তার দিকে জীবনে প্রথমবারের মতন । আর তাইতো বিয়ের মজলিশে সেদিন দলবল নিয়ে হাজির হয়েছিল গ্রামের পরোপকারী ভালমানুষ হিসেবে পরিচিত আহাদ মাষ্টার । এসেছিল তাদের সঙ্গে সুরুজ মিঞার জোয়ান ছেলেরাও । তারাই নাকি আহাদ মাষ্টারকে অনুরোধ করে নিয়ে এসেছিল বাপের এই অপকর্ম রুখতে সাহায্য করার জন্য ।

সালেহা ঘরের ভেতর বসেই টের পেয়েছিল বাইরে কোন গন্ডগোল হচ্ছে । যদিও সে আসল ব্যপার কি তা ঘুণাক্ষরেও জানে না । এদিকে গোলমাল চরমে দেখে ততোক্ষণে সুরুজ মিঞা তার জনাকয়েক সঙ্গী বরযাত্রী নিয়ে মানে মানে সটকে পড়েছে ।তবে যাওয়ার আগে সালেহার ভাইদেরকে সময় বেঁধে শাসিয়ে দিয়ে যায় তার বিয়ের জন্য খরচ করা সমস্ত টাকা ফেরত দেবার জন্য ।

ঐ অবস্হাতেই ঘরে ঢুকে তার উপর চড়াও হয় ভাই বৌয়েরা  । সমস্ত ঘটনা আর স্বামীদের মাথায় অযথা  ঋণের দায় চাপিয়ে দেবার জন্য এককভাবে দায়ী করে সালেহাকে । এমনকি এ সমস্ত ঘটনার জন্য সালেহার সথে আহাদ মাষ্টারকে জড়িয়ে নোংরা সম্পর্ক থাকার কথাও উল্লেখ করতে ভোলে না তারা ।

সমস্ত অভিযোগ পাথরের মতন শক্ত আর বোবা প্রাণীর মতন নির্বাক মানসিকতায় ঐ মুহুর্তে শুনে গেলে সালেহা আসলে অপেক্ষা করছিল রাত গভীর হওয়ার । কারন সে ততক্ষণে সিদ্ধানত নিয়ে ফেলেছিল সবাই ঘুমিয়ে পড়ার পর পিছনের মন্ডল চাচাদের পুকুরে গিয়ে ঝাঁপিয়ে পড়ার । ( চলবে )

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top