Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সময়ের পাল্টে যাওয়া দেখি………….

: | : ২৫/১২/২০১৩

কতই তো দেখছি, শুনছি
বুঝছি। বয়সের সাথে চলতে চলতে
সময় যেন কেমন দ্রুত যাচ্ছে পাল্টে ।

মানুষে মানুষে বাড়ছে ভেদাভেদ
অন্তরে ক্রমশ:ই বাড়ায় খেদ ।

পাল্টে যাচ্ছে মানুষের ভাষা
রহস্যে ঘেরা সব, যেন সর্বনাশা ।

মানুষ গুলো সব মুখোশধারী
দেখে যাই মুখোশ পড়ে চলছে সারি সারি ।

ভাষা নকল, আচরণ নকল
ছল চাতুরী করে নিয়েছে দখল ।

ইহকালের লোভে মত্ত সব
ভাল জানি যাকে, তারও এ পথে চলাটা সরব ।

বছর ধরে পরস্পরের সাথে কথা হয়, হয় দেখা
ভাব বিনিময় প্রীতিহীন, সব ন্যাকা ন্যাকা

ভালবাসাহীন প্রীতি শুভেচ্ছা বিনিময়
এখানেও ছলনারই হয় জয় ।

সময় আর বয়সের সাথে কেটে যাবে কত বিনিদ্র রাত
চলে যাবে সময়, আসবে না হয়তো রাঙ্গা প্রভাত ।

জীবনের উদ্বৃত্তপত্র মিলানো যে দায়
অসীম আঁধারে অসুখী সময়, সব মেখে নিতে হবে গায়।

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc7/305675_528305227197231_131028016_n.jpg

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top