Top today
স্বর্নালী রূপকথা
কান্না হাসি দুঃখ ও সুখ এক নিয়মে চলে
চাঁদের সাথে ফুল জোনাকি নিত্য কথা বলে
ছবির মতো আকাশ ভাসে স্বচ্ছ নদীর জলে
হাসি মুখে সময় পেরোই কতো যে কৌশলে
শীতল পাটি বিছিয়ে ডাকে ফুল ফাগুনের বেলা
সবুজ বনে ঘাসের মাঠে ফড়িং করে খেলা
মধুর সুরে কোকিল ডাকে উতল হাওয়ায় দুলি,
রঙিন কাঁথায় নকশা এঁকে কাটে যে দিনগুলি
পলাশ ফোটার আনন্দেতে কচি পাতা দোলে
ভ্রমরা গায় গায় গুনগুনিয়ে সজনে আমের বোলে
শঙ্খ চিলের ধূসর ডানায় বাসন্তী রং ভাসে
ছুটে চলি দূর অসীমে সুখ খুঁজি চার পাশে
দখিনাতে দোদুল দোলে সবুজ লতা পাতা
স্বপ্নগুলো তাই হয়ে যায় স্বর্নালী রুপ কথা।