Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

অনেক কথা২৪

: | : ২৬/১২/২০১৩

আদর্শকথা–

* জ্ঞানার্জনই সবচেয়ে বড় এবাদত।

* শিক্ষিত হয়ে লাভ নেই বিবেকের শিক্ষায় যার নেই।

* যে সম্মান দিতে জানে না তার থেকে জোর করে সম্মান আদায় করা যায় না।

* ধনার্জন আর শিক্ষার্জনের মধ্যে অনেক তফাৎ, ধনার্জন যেকেউ করতে পারে না কিন্তু শিক্ষার্জন যেকেউ করতে পারে। কারণ সৎপথ অবলম্বন করে ধনোপার্জন করা কঠিন তবে শিক্ষার্জনের জন্যে কোনো অসৎপথের দরকার হয় না। কিন্তু মানুষ সব সময় মন্দের পিছেই বেশি ছুটে। আমি চাইলে অনেকবেশি ধনোপার্জন করতে পারতাম কিন্তু শিক্ষার্জনকে সকল সম্পদের ঊর্ধ্বে মনে করে ধনের পিছে না ছুটে শিক্ষার্জনের পিছেই ছুটেছি। তাই বলে হয়তো ধনীজনের কাছে অবহেলিত হতে পারি কিন্তু শিক্ষিতজনের কাছে নয়। কারণ ধনের মর্যাদার চেয়ে শিক্ষার মর্যাদা অনেক বড়। ধন দিয়ে যে মন কেনা হয় তা বড়ই ক্ষণস্থায়ী–বিস্মরণীয় কিন্তু কলম দিয়ে যে মন কেনা হয় তা চিরস্থায়ী–অবিস্মরণীয়। সুতরাং ধন কখনো-না-কখনো চলে যেতে বাধ্য কিন্তু শিক্ষা কোনদিন যেতে পারে না। তাই ধনের চেয়ে আমি শিক্ষায় বেশি অর্জন করতে চেষ্টা করেছি। অতএব ধনের জয়-জয়কার ধ্বনি খুব নিকটেও শোনা যায় না কিন্তু শিক্ষার মৃদু আওয়াজ বহুদূর ধ্বনিত হয়।

* সোনার পালঙ্কের চেয়ে চাটাইয়ের নিদ্রা অনেক সুখকর।

চলবে…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top