Top today
”অসম্ভব কল্পনা”
তুমি যদি যাও হারিয়ে
কালো মেঘের বুকে,
সূর্য হয়ে খুঁজবো তোমায়
আলোর দীপ জ্বেলে।
তুমি যদি যাও হারিয়ে
জল তরঙ্গের দেশে,
খুঁজবো আমি সাগর বক্ষে
মৎস্য মানব বেশে।
ভিন গ্রহেতে আছ তুমি
খবর যদি পাই,
রকেট চড়ে ভিনগ্রহেতে
খুঁজতে যাবো তাই।
যাও হারিয়ে যদি তুমি
তপ্ত বালির বুকে,
খুঁজবো আমি ঘাম ঝরিয়ে
বালির ডিবি খুঁড়ে।
কোন্ মেরুতে আছ তুমি
তথ্য যদি পাই,
বরফ রাজ্য অনল দিয়ে
করবো আমি ছাই।
তুমি যদি না হও আমার
দিবালোকের সঙ্গী,
তোমার জন্য আছে আমার
স্বপ্নলোকের ডিঙ্গি।