Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আলোড়ন

: | : ২৬/১২/২০১৩

আলোড়ন

তুমি ভোরের সূর্যের মত আস
আলো দিয়ে যাও সারাদিন।
তুমি গোধূলির লালচে আভা
মায়াবী করে যাওয়া সন্ধ্যা।
তুমি রাতে পূর্ণিমার চাঁদ
জোৎস্না বিলাও সারারাত।
তুমি ভোরের পাখি; আমার জানালায়
গান শুনিয়ে যাও।
তুমি আছ, তুমি আস;
সারাবেলা, সারাক্ষণ
আমার ভুবনে দোলা দিয়ে যাও।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top