Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কানাকানি

: | : ২৬/১২/২০১৩

 

গাজীরচটের পূর্ব পাড়ার
হাজী সাহেবের পোলায়,
হিন্দিতে গান গাইয়া
সেলিরে সে ভোলায় ।
হাজী সাহেবের পাঁজি পোলায়
ইটিস পিটিস করে,
নির্জনে পেয়ে দ্যাখা
সেলিরে আনলো ধরে ।
হাজী সাহেবের পোলার লগে
লটর পটর কইরা…,
পালাইছিল  নাকি একবার
আনল তাঁরে বাপ ভাই মিলে ধইরা …।দুই সংসারের ইজ্জতে যে…
পড়লো টানাটানি,
গাজীর চটের দুই পাড়াতে
রটলো কানাকানি ।

********* সমাপ্ত *******
তারিখ :   ২২-০৪-২০০২ ইং ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top