ঘূর্ণাবর্ত
ঘূর্ণাবর্ত
______________
মাত্র একটি অপরাধে ই আটকা পরেছি
যাদুকরের হাতে, বন্ধীশালায়,
যুগ যুগ ধরে বংশ পরম্পরায়,
নীল যুগে শাস্তি হয়েছিল, অন্ধকার গন্দর্ভ যুগে,
গভীর উত্তাল সাগরের ঢেউয়ের মাতঙ্গে,
নাচনের জটিলতায় , ফেনায় ফেনায় মিশে,
পিচ্ছিল জঙ্গায় আত্বপ্রকাশ সে দিন ।
নিবিড় ঘুম মিশ কালো অমাবশ্যার
অন্ধকারের মতো, শান্ত ঘনিভূত,
তাড়াহীন নিস্তব্দতা, কালোযুগ,
অথৈ সমুদ্র, সংখ্যায় অনিরুপিত ।
আজ ই বেড়াতে আসা উজ্জল বর্ণালী মঞ্চে,
শাখায় প্রশাখায়, হীম হয়ে আছে নিয়ম কানুন ,
অনিয়মই নিয়ম পেশী শক্তিতে ।
নিবিড় অরণ্য, জাত অজাতের বৃক্ষ,
কন্টকাকীর্ণ অধিক, বেঁচে আছে তবু খানিকটা,
নাক জাগিয়ে সুনামিতে ।
মৃত প্রায় শক্তিহীন,বাঁচার আশায় আগামীতে,
ক্ষুদ্রাতি ক্ষুদ্র জল কণা বা বিন্দু, আকৃতি মানুষ,
পশু, সৃষ্টি সংঘাত , বিদীর্ণ সারা জাহান ।
হীম যুগ থেকে উষ্ণ যুগে,
তর্কীত ব্যক্তিত্ব, দীপান্তর সে কারণেই ।
বিলাসিতায় বিভোর, নগ্ন নারী দেহ
মাতৃ স্তন, তাতেই জন্ম বৃদ্ধি,
খুনাখুনি জন্মের ধারাতেই ।
শত আলোক বর্ষ কেটে গিয়েছে
এ ধরার সভ্যতা রয়েছে আজও বর্বর ।
আমরা পরে আছি ঘূর্ণার্বতে ফিরে যাবার আশায় । ।