Top today
তবু কেন এত শুন্যতা…..
চারপাশে কোলাহল, মানুষের চলাচল ।
হাসি ঠাট্টা আনন্দ, সময় কাটে নয়তো মন্দ ।
গোচরে কত ঘটনা, করে কেউ রটনা ।
কখনো একলাটি; কল্পনায় নাড়ি কলকাটি ।
কিছু টুকরো স্মৃতি, বাড়ায় মনে প্রীতি ।
জীবন চলার পথে, পরিচয় কতজনার সাথে ।
নীরবে মানুষ দেখি, নিত্য নতুন কত কিছুই শিখি ।
কারো আনন্দে হই আবেগাপ্লুত, কাছের মানুষ হয়ে যাই দ্রুত ।
পাশে থেকে কেউ সাহস জোগায়, কেউবা প্রশ্নবানে শুধু ভোগায় ।
পেয়ে যাই শ্রদ্ধা-ভালবাসা, কারো মনে হয়ে রই আশা ।
কখনো কারো মৌনতায়, বুক ভরে অপূর্ণতায় ।
এত কিছুর মাঝে, কারো নি:শ্বাসের ছোঁয়া বুকের ভাঁজে ভাঁজে ।
বাড়ায় তীব্র যন্ত্রণা অবহেলায়, আনন্দ হয়ে থাকে না সে, সকল খেলায়
আলোর মাঝে অমানিশা, ধুক ধুক অন্তরে নিত্য হতাশা ।
বিবর্ণ আলোয় দেহ অবসন্ন, পিপাসায় কাতর তারে কাছে পাবার জন্য ।
বুকে অষ্ফুট কাতরতা, কোলাহলে থেকেও সে এক নিষ্ঠুর নিস্তব্ধতা ।
আশারা হয় মরীচিকা, কষ্টরা শব্দ হয়ে খাতায় হয় লেখা ।
বিষন্নতারা থেকে থেকে কড়া নাড়ে, ধীরে ধীরে অন্তহীন শুন্যতা বাড়ে ।
ওরে নিবোর্ধ মন, কেন মানতে চাও না একা হয় সব মানুষ জন ।
জোর করে পাওয়া হয় না পূর্ণতা? ক্রমেই বাড়ছে ভালবাসার প্রতি বিমুখতা।
তবুও সীমাহীন শুন্যতার মাঝে, বেঁচে থাকি উচ্ছাসে, উল্লাসে, ব্যস্ত থাকি শত কাজে ।
হাসি ঠাট্টা আনন্দ, সময় কাটে নয়তো মন্দ ।
গোচরে কত ঘটনা, করে কেউ রটনা ।
কখনো একলাটি; কল্পনায় নাড়ি কলকাটি ।
কিছু টুকরো স্মৃতি, বাড়ায় মনে প্রীতি ।
জীবন চলার পথে, পরিচয় কতজনার সাথে ।
নীরবে মানুষ দেখি, নিত্য নতুন কত কিছুই শিখি ।
কারো আনন্দে হই আবেগাপ্লুত, কাছের মানুষ হয়ে যাই দ্রুত ।
পাশে থেকে কেউ সাহস জোগায়, কেউবা প্রশ্নবানে শুধু ভোগায় ।
পেয়ে যাই শ্রদ্ধা-ভালবাসা, কারো মনে হয়ে রই আশা ।
কখনো কারো মৌনতায়, বুক ভরে অপূর্ণতায় ।
এত কিছুর মাঝে, কারো নি:শ্বাসের ছোঁয়া বুকের ভাঁজে ভাঁজে ।
বাড়ায় তীব্র যন্ত্রণা অবহেলায়, আনন্দ হয়ে থাকে না সে, সকল খেলায়
আলোর মাঝে অমানিশা, ধুক ধুক অন্তরে নিত্য হতাশা ।
বিবর্ণ আলোয় দেহ অবসন্ন, পিপাসায় কাতর তারে কাছে পাবার জন্য ।
বুকে অষ্ফুট কাতরতা, কোলাহলে থেকেও সে এক নিষ্ঠুর নিস্তব্ধতা ।
আশারা হয় মরীচিকা, কষ্টরা শব্দ হয়ে খাতায় হয় লেখা ।
বিষন্নতারা থেকে থেকে কড়া নাড়ে, ধীরে ধীরে অন্তহীন শুন্যতা বাড়ে ।
ওরে নিবোর্ধ মন, কেন মানতে চাও না একা হয় সব মানুষ জন ।
জোর করে পাওয়া হয় না পূর্ণতা? ক্রমেই বাড়ছে ভালবাসার প্রতি বিমুখতা।
তবুও সীমাহীন শুন্যতার মাঝে, বেঁচে থাকি উচ্ছাসে, উল্লাসে, ব্যস্ত থাকি শত কাজে ।
Add a comment…