Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তিক্তময় সত্য কথা ৪

: | : ২৬/১২/২০১৩

পুং না হলে কিছুতেই বুঝবে না যে , কতটুকু কাম উত্তেজনা জাগলে কু পলকে তোমাদের গিলে গিলে ভক্ষণ যা জীনাতুল্য পাপ । অনেকে বক্র পন্থে চিন্তা করে বলে , ফল পাকলে সকলের নজরে পড়বেই এটাই স্বাভাবিক । আমি তাদেরকে বলছি , পরিপক্ক ফল আবৃত রাখলে কারো দৃষ্টিগোচর হবে না আর তা ভক্ষণের লিপ্সা চিত্তে জাগ্রত হবে না । এটাই চির বাস্তব কোন যুক্তি একে কর্তন করবে বলে মনে হয় না ।নিজের ধর্মগুরুকে শুধাও , সে জবাব দিবে যথার্থ যে ,তোমরা চরম আগ্রহে মোহনীয় অঙ্গসমুহ প্রকাশ কর । এটাই কি শরীয়তের বিধি ? আমরা কেমন মুসলীম ? ফরজ কর্মসমূহের প্রতি চরম অনীহা অবজ্ঞা পালনে বিদ্বেষী । তাদের প্রতি আমার তীব্র থিক্কার যাদের আবশ্যকীয় কার্য তিক্ত লাগে । তারা মুর্তাদ হলে সেটাই বুঝি শ্রেয় । কারণ এমন মুসলীম ইসলামকে কলংকিত করছে । আমি স্পষ্ট জানি , ইসলামের ফরজ কর্ম সমন্ধে গো মূর্খরা পর্যন্ত অবগত । আর তোমরা তো উচ্চ শিক্ষিত । কেহ আবার ডক্টরেট অর্জনকারী । পার্থিব কর্মের দ্বারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সুখ্যাতি কু খ্যাতিতে বিশ্ব পরিচিতি লাভ করেছ । ইসলামের মূলনীতি সমন্ধে বিধর্মীরা বেশ জানে । আর তোমরা তো অবশ্যই অবগত । তবুও যদি অজ্ঞাত হও , তবে জ্ঞাতদের থেকে জানবে ।
এটাই আল্লাহর নির্দেশ ।কেন জানলে না এটাও কিন্তু বৃহত্তর অপরাধ । কেননা ” প্রত্যেক মুসলীম নর ও নারীর জন্য দ্বীন শিক্ষা ফরজ ” । ওহে মুসলীম যুবক-যুবতীরা বিশেষভাবে তোমাদের বলছি , এত ব্যস্ততা কেন ? বয় ফ্রেন্ড ও গার্ল ফ্রেন্ড নিয়ে । এক দণ্ড অবকাশ জুটলেই পার্কে , লেকে ও শহীদ মিনারে ড্যাডিং এ মগ্ন হয়ে যাও । যাদের ললাটে এমন ফ্রেন্ড জোটেনি তারা বিজলী বেগে ছুটছো অনুসন্ধানে । অবৈধ্য প্রেম যেন আজ আবশ্যকীয় পাঠ পুঁথি । ফ্রেন্ড থাকা ফরজ না থাকলে ক্ষেত ও অসামাজিক ব্যক্তি ।

এটা বৃহত্তর পাপ কার্যের একটি যা শরীয়াতে পূর্ণরুপে হারাম । তোমরা পুণ্যের দৃষ্টিতে দেখছ । পরমাণু তুল্য বৈধ্যহীন সুখের তরে মহা উন্মাদে আল্লাহকে ভুলেছ । কেহ কেহ দিন , মাসে ও বছরেও আল্লাহ একাগ্রচিত্তে স্মরণ করে না । ভাবেও না সে মৃত্যুর মহা তিক্ত স্বাদ গ্রহণ করবে । এ বিষয়ে তেমন উপলব্ধি হয়না কারণ এ স্বাদ জীবনে একবার গ্রহণের অবকাশ হয় । পরকালে হিসাব সমন্ধে স্বল্প জনের নিকট ভ্রান্ত ধারণা বোধগম্য হবে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top