Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সাহিত্য না রাজনীতি???? কিসের জন্য চলন্তিকা??? সম্পাদক কেন রাজনৈতিক পোস্টকে পিন পোস্ট করেছেন???

: | : ২৬/১২/২০১৩

এই ব্লগটা চালু করা হয়েছিল সাহিত্যের জন্য। আমি যতদুর জানি। অনেকে কমেন্ট করেছে হয়তো একদিন এই চলন্তিকাই দেশের সকল লেখকদের জন্য তীর্থস্থান হবে। আমিও সেদিন সেই আশাই করেছিলাম। সব পোস্টগুলো ছিল সাহিত্য কেন্দ্রীক। সম্পাদকের চিরকুটে স্পস্ট করে লেখা আছে ” রাজনৈতিক লেখা লিখলে কোন কারন দর্শানো ছাড়াই লেখক কে সরাসরি ব্যান করে দেওয়া হবে।”

কিন্তু এ কি অবস্থা আজ সম্পাদক নিজেই রাজনৈতিক পোস্টকে পিন পোস্ট করে রাখছে।

আর সবাই তাতে তথাকথিত সুশীলদের মতো মতামত দিচ্ছে। কমেন্ট করছে ভাল। আমিও করেছি।

তার চেয়েও ভালো যে এই পোস্ট করেছে।
তার চেয়েও ভাল যে সম্পাদক চিরকুটে ওই কথা বলেছেন।

সবই বুঝলাম। সবই ভাল। কিন্তু তাহলে ব্লগটা রাজনীতির জন্য সরাসরি উন্মুক্ত করে দিলেই হয়। লোক দেখানোর জন্য রাজনৈতিক লেখা নিশিদ্ধ থাকবে কেন?

সম্পাদক সহ সকলের মতামত আশা করছি।

পোস্টা দেখার পর আমাকে ব্লক করে দিবে কিনা জানি না তবে আশা করি সবাই মতামত দিবেন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top