Top today
হৃদয়পুরে দেশান্তরী-৮
প্রেমকে যারা খারাপ ভাবে জানাই তাদের লাখ সালাম;
তাদের নামে সদকা দেবো, পড়বো খোদার পাক কালাম।
প্রেম বিরোধী থাকলে ওরা কাউকে ভালোবাসবে না;
তোমার আমার প্রেমের মাঝে বাগড়া দিতেও আসবে না।
প্রেমকে যারা খারাপ ভাবে জানাই তাদের লাখ সালাম;
তাদের নামে সদকা দেবো, পড়বো খোদার পাক কালাম।
প্রেম বিরোধী থাকলে ওরা কাউকে ভালোবাসবে না;
তোমার আমার প্রেমের মাঝে বাগড়া দিতেও আসবে না।