Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আজ আর কবিতা নয় ……’

: | : ২৭/১২/২০১৩

ব্যবহার…

———-

আজ অকবিতা লিখব না। আজ একটু বকবক করি। কারো ভাল লাগবে অথবা ভাল নাও লাগতে পারে।

 

আজকের আলোচনা সৌজন্যতা, ব্যবহার, শিষ্টাচার। নম্রতা আচরণের সার্থক বহি:প্রকাশ। মানুষের বাহ্যিক সৌন্দর্য্য তার পোশাক পরিচ্ছদ, অলংকার আর আত্মার সৌন্দর্য্য নম্র ভদ্র ব্যবহার।

 

ভদ্রতা শুধু ব্যক্তিগত জীবনেই নয় আমাদের সমাজ জীবনেরও সৌন্দর্য্য। আমরা যেহেতু সমাজবদ্ধ হয়ে বাস করি এটাতো অস্বীকারের উপায় নেই। আত্মীয় অনাত্মীয়, পরিচিত-অপরিচিত, ভার্চুয়ালী, বাস্তবিকে সকলের সঙ্গে আমরা ওৎপ্রোতভাবে জড়িত, চলাফেরা করি, হাসি আমোদ, ঠাট্টা মশকরা, হইচই, আড্ডায় মেতে থাকি। সবার মত পার্থক্য ভিন্ন, জীবনধারা ভিন্ন, কেউ বেশী সুখে, কেউবা অধিক দুখে দিনাতিপাত করে থাকেন। আমরা একে অপরের সাথে ভাব বিনিময় করি, প্রীতিপুর্ণ রুচিসম্পন্ন আচরণ দিয়ে। এসবই শিষ্টাচার। শিষ্টাচারে সকলেই মুগ্ধ হয়। সৌজন্যতামূলক আচরণ বাহ্যিক মার্জিত ব্যবহার শুধু ভদ্র সামাজিক রীতি অনুসরণ নয় বরং এতে আছে বন্ধুত্বের সৌহার্দপূর্ণ মহৎ হৃদয়ের উষ্ণ স্পর্শ । এতে যুক্ত আছে অন্তরের সৌন্দর্য্যের বিকশিত মহিমা।

 

ভদ্র আচরণের মাধ্যেমে মানুষের সাথে মানুষের সুন্দর সম্পর্ক রাখা সম্ভব। বর্তমানে মানুষ যেমন হিংস্র হচ্ছে তেমনি আচরণগত দিক দিয়েও অনেক নিচে নেমে গেছে। স্বার্থপরতা, আরো চাই আরো চাই নীতিতে বিশ্বাসী মানুষেরা অবিরাম মিথ্যা বলায় হয়ে পড়েছে অভ্যস্ত । মানুষের সাথে মানুষের ব্যবহার দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে।

 

ভদ্র আচরণ নিজের অসুবিধা সৃষ্টি করে আর খোশামোদ বৃত্তি বুঝে শুধু নিজের সুবিধা, আত্মসুখ ও আত্মসমৃদ্ধি। শিষ্টাচার সরল সুন্দর আর খোশামোদ কুটি ও কুৎসিৎ।

 

আমরা এমন পর্যায়েই এসে পৌঁছেছি যেখানে খোশামোদই মানুষের উপরে উঠার হাতিয়ার। চক্ষুলজ্জার খাতিরে আমরা অসত্যকে সত্য বলে স্বীকার করে নেই।

 

রাস্তাঘাটে চলাফেরায় মাঝে মাঝে এত লজ্জা পাই যে ভাষায় প্রকাশ করার মত না। বাস কন্ট্রাক্টর, রিকশা ড্রাইভারদের আচরণ খারাপের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। রিকশার সাথে অন্য রিকশার সংঘর্ষের সাথে সাথে যে বিশ্রী কথা বার্তার সম্মুখীন হতে তা মুখে বলার মত না। সামান্য ভুল ত্রুটিতেই মানুষ এতটাই রেগে যায় যে সাথে সাথে চৌদ্দ গুষ্টি উদ্ধার করতে হয়। যখন একজন আরেকজনের মা নিয়ে গালাগাল করে তখন নিজেকে সংিযত রাখতে পারি না। মাঝে মাঝে বলি ভাই কেন এত রেগে যান আর ইচ্ছাকৃত গুনাহের ভাগিদার হন। তার মা আপনার কি ক্ষতি করেছে। গালি দিলে তারে দেন, দুষ করছে সে।

 

অনেক ভদ্র লোক রিকশা ওয়ালাকে ডাক দেয়, অই যাবি নাকি অমুক জায়গায় আবার দুই চার টাকার জন্য তাদের মারতেও দেখেছি। মানুষের এহেন আচরণ দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকি, বলার কিছুই থাকে না। রিকশা ওয়ালা হইছে বলে কি তার নিজস্ব ব্যক্তিত্ব নাই, সেকি মানুষ না? একটু আচরনই বদলে দিতে পারে সম্পর্ক। আপনি তখন দুই টাকা কম দিলেও রিকশাওয়ালার বলার কিছু থাকবে না। তবে অভদ্র ব্যবহার রিকশাওয়ালাও করে। এহেন আচরণে আপনার আর রিকশাওয়ালার মধ্যে পার্থক্য রইল কই।

 

ভার্চুয়ালী আমি অনেক ফ্রেন্ডকে দেখেছি অভদ্র ভাষায় স্ট্যাটাস দিতে। এতে কি নিজের ইমেজ টা সবার কাছে সুন্দর হয়। বন্ধুরা কি তাদের ভাল বলে, হয়ত লাইক কমেন্টস করে উস্কে দেয় কিন্তু মনে মনে তার প্রতি ভালবাসা থাকে না। ইদানিং মেয়েদের মধ্যেও এই প্রবনতা আমি দেখেছি। দিন দিন মানুষের মধ্যে উচ্ছৃংখলতা বাড়ছে, বাড়ছে সীমাহীন ঔদ্ধত্য। বয়োবৃদ্ধদের সম্মান করতেও ভুলে যাচ্ছি। রাস্তাঘাটে মুরুব্বিদের সামনেই বিড়ি সিগারেট খায় পোলাপান। ষোড়ষীরা প্রেমিক নিয়ে নির্লজ্জ চলাফেরা করে। লজ্জাহীন হয়ে পড়ছে মানুষ আজ।

 

সামান্য ভদ্র আচরণ, ভাল কথা, সুন্দর আচরণ সম্পর্ককেই পাল্টে দিতে পারে। কুকথা অভদ্রতা করার মাঝে কোন সুফল নেই। এমন আচরন আমাদের পরবর্তি প্রজন্ম এ থেকে শিক্ষা নিবে আর আমরা হারাব সুন্দর সমাজ আর দেশ গড়ার স্বপ্ন।

 

ভাল আচরণ, ভাল কথা বলতে তো কোন টাকা খরচ নেই, কোন ক্ষতির সম্ভাবানা নেই তাইলে কেন আমরা সামান্য ভাল আচরণ করতে এত দ্বিধাবোধ করছি, করে যাচ্ছি। আসুন ভাল ব্যবহারে মাধ্যেমে সুন্দর প্রজন্ম উপহার দেই, সুন্দর দেশ গড়ি। আচ্ছা একটু ভাল কথা, ভাল ব্যবহারে কি কেমন ক্ষতি হয়ে যায় আপনারাই বলুন। আরো লিখতে ইচ্ছা ছিল। মোবাইলে লিখতে অনেক কষ্ট। অকে আল্লাহ হাফেজ, ভাল থাকুন সবাই।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top