Top today			
			একুশ বসন্তে আসে
হিমেল বাতাস শেষের দিকে বসন্তকে ছোঁয়,
বাংলা মায়ের স্মরণ হলেই একুশ তারিখ ছোঁয়।
হিম বাতাসের দোলায় চড়ে বসন্ত বেলা আসে,
ভাইয়ের রক্ত ভেজা রাজপথেই ভাষা দিবস ভাসে।
বসন্ত জাগে ফুল বাগের ঘুম ভাঙ্গিয়ে,
একুশ জাগে বাংলা মায়ের ভাষা রাঙ্গিয়ে।
বসন্ত আনে পাখ-পাখালির মনের সুরে গান,
একুশ আনে বাংলা মায়ের মাটির কুহুতান।
বসন্তে ফুল পাখিরা মাতবেই,
একুশ এলে বাংলা ভাষার শীতল পাটি পাতবেই।
বসন্ত রয় ফুল-পাখিদের সনে,
একুশ বিরাজ বাংলায় মধু বুনে।
