Top today
চন্দ্রা আমি ভাবতে পারি না
এ কেমন উত্তাল করছে বুকের ভিতরে
সাগরের গর্জন শুনতে পাই কানে
দেখি সারা পৃথিবী পাংশু বর্ণে ছেয়ে গেছে,
চন্দ্রা আমি ভাবতে পারি না
আজ আর তুমি আমার পাশে নেই।
আজ ঐ হাত ধরে অন্য কেউ
চোখের সামনে দিয়ে চলে যাও দুজনে হাসতে হাসতে,
আমি নিজেকে ঠিক রাখতে পারি না চন্দ্রা
আমার ভিতরটা যেন কেমন করে উঠে
ধূপধাপ গাছ হতে ভেঙ্গে পড়ে ডালপালা
নক্ষত্রেরা হারায় আলো।
আমার মাথাটা পৃথিবীর মত ঘুরতে থাকে
তবে তার কোন ভারসাম্য নেই
যেকোন সময় ছিটকে পড়বে মহাকাশে।