তিক্তময় সত্য কথা ৬
মানুষ কত অসহায় বুঝতে চাও তো চক্ষু বন্ধ করো , দেখ তোমার পার্শ্বে কিছুই নেই । তুমি যেন অমাবশ্যার ঘোর নিশিতে ডুবে আছ । নিজেকে কি পরিচয় দিবে ? তুমি জন্তু ,মানুষ,উদ্ভিদ নাকি কোন বস্তু তাও সঠিক ঠাহর করতে পারবে না । এমন কি কোথায় অবস্থানরত কল্পনা ব্যতীত বুঝা অসম্ভব । আমি সেই মুসলীম অবিভাবকদের বলছি , আপনার সুন্দরী যুবতী কন্যাকে আপন হস্তে সাজিয়ে আকর্ষণীয় অঙ্গসমূহ বহিঃপ্রকাশ করে নরক পন্থ পানে অবারিতভাবে ছেড়ে দিচ্ছেন । আর একটু বিলম্ব হলেই দুঃচিন্তায় আহার নিদ্রা ত্যাগিয়ে তীর্থের কাকের ন্যায় আপাদ মস্তক ছটপট করে থাকেন । আপনাদেরকে বড় আহাম্মক ও নির্বোধ ব্যতীত অন্য মন্তব্য করতে আমি অপারগ । এমাতাবস্থার কন্যা নিরাপদে গৃহে প্রত্যাবর্তন করবে , কেমনে চিত্তে আশ্ব রাখেন ?
এটা যেন ঠিক এরকম- দুগ্ধ বিড়ালের সম্মুখে রেখে বারণ করা , খবরদার খেতে পারবি না , খেলেই কন্ঠে ছুরি পরবে কিন্তু । বিবেক দিয়ে বলেন , বিড়াল কি এ নির্দেশ মানবে ? কখনই না ,কারণ এটাই তার প্রিয় ।
বুঝেন , ভাবেন , চিন্তা করেন , আপনারা কি ঐ বয়সে হিমালয় তুল্য বাঁধা বিঘ্ন ডিঙ্গিয়ে যৌবনের তাড়নায় ছুটেননি ?
আর বাইরে পদার্পণ করলেই একটা বিষয় আমাকে অসহ্য যন্ত্রণা দেয় – যখন প্রায় বৃদ্ধা মা যুবতী কন্যা একই সঙ্গে পথ চলে , মা হিযাব করা আর কন্যা অর্ধ উলঙ্গ । এ অপার সুযোগে পুংরা নেত্রের কামুক নজরে ঠুকরে ঠুকরে গিলে খায় । এতেই করে মা খুবই গর্ববোধ করে যে , কন্যা তার বিশ্ব রুপসী তাই যুবকরা পাগলপারা । ছি ! প্রবল জঘন্য অনুভব হয় , যার হিযাব আবশ্যক সে নগ্ন যার স্বল্প প্রয়োজন সেই পূর্ণ হিযাবধারী । এ শিক্ষা কোন মানুষের নয় স্পষ্ট শয়তানের ।
প্রকৃতপক্ষে আমরা শয়তানের হুকুম ও নির্দেশিত পন্থা অক্ষরে অক্ষরে পালন করছি ।এ ব্যাপারে অনেকেই ভিন্ন মত পোষণ করবে । আর বলিষ্ঠ কন্ঠে হুংকার দিয়ে বলবে , ইহা অসম্ভব আমরা আল্লাহর পথে চলি ।
তবে দৈনিক পাপ পূণ্যের হিসাব কষলে পাপের সংখ্যাই বড় হবে , তবে দু এক জন ভিন্ন । এতে স্পষ্ট বোধগম্য হয় যে আমরা কোন পথের যাত্রী ?
হতাশের কিছু নেই , এ পথ থেকে প্রত্যাবর্তন অতি সহজ , তবে অধিকতর কঠিনও বটে । প্রত্যকটি কর্মের পূর্বে মনকে একটু প্রশ্ন কর , কার্যটি ভাল না মন্দ ? দেখবে মনই সঠিক উত্তর দিবে । পাপ-পূণ্য ন্যায়-অন্যায় , ভাল-মন্দ বিচারের ক্ষেত্রে ন্যায় বিচারক ।এতে কোন দ্বিধা আছে বলে মনে হয় না ।
কেমনে ব্যক্ত করব ? বদন বিমলিন হয়ে যাচ্ছে , বড় জঘন্য মনে হচ্ছে । তবুও নির্লজ্জের মত বলছি ,
এতে যদি কেহ আল্লাহর পানে প্রত্যাবর্তন করে তাতে পরম ধন্য হব ।