অনেক কথা২৫
কবিতা–
* লিখব না আর কোনো কবিতা
লিখব না আর কোনো গান–
শোনব না দুর্বোধ্যতার কোলাহল
দেখব না অপ্রসন্নতার আকাশ।
প্রিয়ার চিঠিতে বলব–প্রেয়সী,
ভালবাসি তোমাকে সোজাসোজি
সহজপথে চলুক তোমার আগামীপথ–
শ্রীকান্তনগরে করো না অবোধ্যবিলাপ।
জলের মতো স্বচ্ছ দেহ তোমার
ঘোলাটে দেখি সাঙ্ঘাতিক অস্বচ্ছ
বৃথা সাজগোছ–অনর্থক মাতামাতি
বুঝতে পারি না কেন এ প্রলাপ।
নিজেকে বুঝার ক্ষমতা নেই যার
অপরে বুঝার সাধ্য কি তবে?
অনুভূতির মাঝে যে সুন্দরের বাস
অনুভবে মর্মকথা উপলব্ধি করতে হয়।
* কবিতার মর্মার্থ বুঝা একজন কবির পক্ষেও অসম্ভব, সেখানে সাধারণ পাঠক? কবিতা উপলব্ধির জিনিস–অনুভূতির জিনিস। সুন্দরের মনের ভেদ যেমন কেউ জানতে চায় না শুধু স্পর্শ করতে চায়, কবিতাও তদ্রূপ…তার ভিতরের গুণের চেয়ে বাইরের রূপটায় সম্ভবত বেশি দর্শনীয়। কারণ পদ্যের ক্ষেত্রে যে অপরাধ করা যায় গদ্যের ক্ষেত্রে তা করা যায় না। তাই গদ্যজীবনে আমরা যতই সহজসরল পদ্যজীবনে ততই কঠিন।
চলবে…