Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার জবাবদিহিতা ।

: | : ২৯/১২/২০১৩

গত লেখার অবতারনায় এ লেখা । যথাসম্ভব সংক্ষেপ করার চেষ্টা করবো । আমার লেখা “ স্বপ্নের মৃত্যু ও আন্দোলনের যাত্রা” কে মুনিম রহমান ভাই রাজনৈতিক লেখা অভিহিত করে নিষিদ্ধের দাবী জানিয়েছেন । আমি ব্যক্তিগতভাবে মনে করি লেখাটি কোন অবস্হাতেই রাজনৈতিক ছিল না । কোন ব্যক্তিবিশেষের ভাবনায় লেখাটি যদি রাজনৈতিক বলে বিবেচিত হয় তবে তা একান্তই ব্যক্তিক দৃষ্টিভঙ্গি । এক্ষেত্রে আমার কিছু বলার নেই ।

 

মুনিম ভাই আপনার প্রথম লেখা ‘সাঁঝের মায়া’ কিন্তু বর্তমান রাজনৈতিক অস্হিরতাকে কেন্দ্র করেই । তাই বলে এটা কি রাজনৈতিক গল্প ?

 

সম্পাদক সাহেব যদি কোন লেখাকে রাজনৈতিক লেখা হিসেবে স্হির করে নীতিমালা অনুযায়ী কোন ব্যবস্হা নেয় তাতেও আমার কোন আপওি নেই । তবে আমি আমার অবস্হান থেকে  কিছুতেই সরব না । এমনকি আমাকে পূর্নভাবে ব্যান করে দিলেও নয় ।

 

আমার আগামী লেখায়ও এমন প্রাসঙ্গিক ভাবনা থাকবে ।

 

ধন্যবাদ ।

 

……………………নিঃশব্দ নাগরিক ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top