Top today			
			কতদিন হয়নি দেখা
কখনো পথের মাঝে
কখনো সপিং মলে
কখনো বা মেলায়
কখনো বা জার্র্নিতে ট্রেনের কামরায়
হঠাৎ দেখা হয়ে যায়
কথা হয়, জানা হয়
বসা হয় কোথাও খেতে এক কাপ চা
তবে হয়না কখনো বসা
ক্লাসের ফাঁকে জারুল তলায়,
ঝুপিড়র সেই অফুরন্ত আড্ডায়
চাকসুর তাস খেলার আসরে।
হয়না কখনো আর
বিকেলে অথবা যখন সন্ধ্যা হয় হয়
প্রীতিলতা, শাসসুন্নাহার হলের সামনে দিয়ে ঘুরে আসা
পড়ার ক্লান্তি দূর করতে
মাঝরাতে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা
স্টেশনে বসে সবাই মিলে গান গাওয়া
কতদিন হয়নি দেখা
বন্ধু তোরা কেমন আছিস?
