Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

তিক্তময় সত্য কথা ৭ (শেষ অংশ)

: | : ২৯/১২/২০১৩

তোমরা আজ আল্লাহকে ভুলে মানবের দাসত্বে প্রাণপণে নিয়োজিত , তাদের গড়া বিধানকে সর্বস্ব দিয়ে আকড়ে ধরেছ ।

হে যুবক বিশেষভাবে তোদের বলছি , তোদের আচার-আচরণ , কথা-কার্যে , ও লেবাছে চিনতে পারি না , তোমরা ইসলামের দিগীজয়ী বীর নাকি পাপিষ্ট,অভিসপ্ত,বিধর্মী ও বেদুঈন ? শ্রেষ্ঠ পথ প্রদর্শক মহা মানব মুহাম্মদ (সা.) কে ভুলে মাইকেল জ্যাকশন , নেপোলিয়ন , ওয়াশিংটন ,এলিজাবেত ইত্যাদি যত কুখ্যাতদের আদর্শকে সর্বাঙ্গে নিয়ে ঘুরছো । চরম ভ্রান্তিতে ডুবে আছ এতে প্রোটন পরিমান উপকৃত হবে কি না সন্দেহ !

আমরা এমন মুসলীম ! লজ্জা শরমের মস্তক দন্ত দ্বারা চিবিয়ে চিবিয়ে ভক্ষণ করেছি । তাই বিধর্মীদের কালচার দারুণ লাগছে । অথচ ঐ বিধর্মীরা মহানবীর আদর্শে মুগ্ধ হয়ে দৈনিক শান্তির ধর্ম গ্রহণ করছে । তা কারো নেত্রের অগোচর নয় । আঁখি ডাগর করে তাঁকাও , আর তোমরা অনুকরণ অনুসরণ করছো নাস্তিক বামদের । এটাই কি মুসলীম যুবকদের আদর্শ ? মোটেও নয় , তাই আজ সংখ্যা গরিষ্ঠ্য হওয়া সত্ত্বেও বাতিলের অগ্রে শির নোয়ায়ে অভ্র সম লাঞ্চনা নিয়ে ফিরছো । বিশাল আশ্চার্যের বিষয় ,তাই না ? বদনে বদনে বৃহত্তর বাণী উচ্চারিত হয় , সত্যের পথে জীবন উত্‍সর্গ করবে বলে ।
কিন্তু লড়াইয়ের ময়দানে পরাস্ত কুত্তের ন্যায় লেজ গুটিয়ে পলায়ন করছো । তা বহুবার আপনার নয়ন হেরিছি । তবুও তোদের বদন শক্তির হ্রাস পাচ্ছে না । তোমাদের ঈমানি বল শিশু কিশোরের খেলনা বালু গৃহ । আর দেরি নয় তুষারে জমে যাওয়া ঈমানকে ইসলামের তাপে উষ্ণ করো । নিজেকে গড়ে নাও ওমর ফারুকের ন্যায় , যার সমূখে বাতিল শক্তি শির অবনত করেছে সহস্রবার ।
এখন করুণ অভাব সরল সঠিক পন্থের অনুসারীদের,পরম অভাব স্রষ্টার খাছ গোলামের । পৃথিবীর কোন ভৃত্য মুনিবের অপছন্দনীয় কর্ম বা চুন থেকে পানে নড়লে , তার পরিণাম কি হবে ? তা বেশ অবগত সবাই ।

আমরা মুসলীমরা আল্লাহর কত যে অবাধ্য তা লিখনের দ্বারা বুঝাতে আমি অক্ষম । এতেও অনেকে আপত্তিকর চিত্তে অভিযোগ করবে ,অসম্ভব । সেটা আমারও অজানা নয় ।কারণ তারা শরিয়তের মৌলিক কার্যগুলো পালন করে । কিন্তু তাতেও কত শত ভ্রান্তি ও বেঠিক পদ্ধতি । তাই আমাদের ঈমানের তাপমাত্রা এখন শুন্য থেকে আরও মাইনাস পজিশনের পানে ক্ষিপ্রগতিতে ছুটছে । স্পষ্ট শুনে রাখো মৌখিক তেজে কভু সত্যের জয়ঢাক বাজেনি , ঈমানি শক্তি ব্যতীত আল্লাহর প্রতি পূর্ণ আস্থাবিহীন ।

আমরা ভুলেছি মহানবীর মহামূল্যবান বাণী ” যে দ্বীনের জন্য জিহাদ করল না আর হৃদয়ে জিহাদের স্বাদও ছিলনা , সে আমার অনুসারী (উম্মত) নয় ” । এ কষ্টি পাথর দ্বারা পরখ করে দেখ , আমরা তার উম্মতের মধ্যে পরিগনিত কি না ? যদি না হই তবে বড় পরিতাপের বিষয় , সব বরবাদ । বিরামহীন সহ্য করতে হবে চিরস্থায়ী দোযকের আযাব ।
হে মুসলীম ভাই ও বোনেরা ,
এখনও সুযোগ আছে শয়তানের পথ ভুলে ফিরে এসো , সরল সঠিক আল্লাহর মনোনিত পথে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top