Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দত্তদের পাড়া

: | : ২৯/১২/২০১৩

দত্তদের পাড়

________________

দত্তপাড়া    বাসা    আমার

দত্তরা না থাকে,

এক সময়ে    তাদের     বাসা

ছিল   ফাঁকে   ফাঁকে ।

গোলা    ভরা    ধান    ছিল   আর

গোয়ার    ভরা    গরু ,

পুকুর    ভরা    মাছ    ছিল    তার

আঙ্গিনাতে     তরু ।

সুখের   সংসার   ছিল   তাদের

নেয়ে   খেয়ে    গেয়ে

একদিন    সে   সব   ছাড়তে   হলো

তসকরদের ই    ভয়ে  ।

দিনে    দিনে    দত্তরা    সব

ছেড়ে    গেল   এ    দেশ

দত্তপাড়া     নামটি     শুধু

র ইলো    অবশেষ ।

দত্ত পাড়ায়    দত্তরা    নে ই

নে ইতো   তাদের   ধাম

দালান    কোঠা   যত ই  উঠুক

মুছেনি   তাদের   নাম ।

দেশ   বিদেশের    লোকজন    এসে

করলো   বাড়ি   বাসা,

সুখ   শান্তিতে    করবে    বাস

এটা ই    তাদের    আশা  । ।

 

 

 

 

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top