Top today
ফিরে আসুক সম্প্রীতি
একের পর এক দূর্নীতি
সাধারণের চলায়;সৃষ্টি ভীতি
অটল তালগাছ আমার নীতি
কে বা হারি কে বা জিতি
বিলীন সব মায়া মমতা প্রীতি
দেশ মাতা গাইছে হিংস্রতা গীতি..
বাংলার আকাশে আজ অমাবস্যা তিথি..
আকাশে উড়ে, ধুলায় মিশে জাতীয় সংহতি
উত্তেজনা, ভয়ার্ত জনতা; সম্পদের অপূরণীয় ক্ষতি
জীবিকার তাড়ণায় রাস্তায় নেমে শেষে নিষ্ঠুর পরিণতি
কেউ ভালবাসে না দেশ; মিথ্যাই সব বানোয়াট প্রতিশ্রুতি;
কেটে যাক অমাবস্যা; উঁকি দিক পূর্নিমা; ফিরে আসুক সম্প্রীতি।