Today 31 Oct 2025
Top today
Welcome to cholontika

বৃষ্টিক্ষণ

: | : ২৯/১২/২০১৩

কতদিন বৃষ্টি দেখিনা,

সেই বৃষ্টি; স্মৃতিময়; আজও কাঁদায় আমাকে।

বৃষ্টি যে কত বৃষ্টি দিতে পারে!!

আমি এক নিস্পাপ প্রাণ ছিলাম

সজীব; সুগন্ধেভরা মন ছিল আমার

তুমি কত আদর করতে আমাকে!!

সেই দিনটিও ছিল বৃষ্টিভরা, 

দুপুরের নিকট, তবুও যেন গভীর অন্ধকারের মত

সেই আঁধার আজও বয়ে নিয়ে চলছি আমি।

কি পাগলামিটাই না করেছিলে তুমি!

বিছানার এপাশ থেকে ওপাশ

আর ওপাশ থেকে এপাশ।

আমিও এক নেশায় তোমার মাঝে ডুবেছিলাম,

যুদ্ধ, ভালবাসা আর ত্যাগ।।

তুমি নিজেকে উলজ্ঞচিত্তে আমায় সপে দিয়েছিলে

কিন্তু, ভালবাসার শেষ কি সেখানেই?

আজও বৃষ্টি আমার অনেক ভয় লাগে

মনে হয়, সে অল্পকিছু দিয়ে সবকিছু কেড়ে নেয়।

কিন্তু কেন, কেন এমন হয়???  

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top