Top today
লোভীর পরার্মশ
আষাঢ়ে ভরা এক বিলে
উড়ন্ত এক চিলে,
ঝপাত করে এক ধরেই মাছ
খেয়ে ফেললো গিলে ।
মাছটি খেতে দেখিতে ই কাক
তোষামোদে বলে
একা ই খেয়ে ফেললে ভায়া
খেতাম দুয়ে মিলে ।
মাছ শিকারে যাও যখন
আমাকে সাথে নিও
শিকার করা মাছটি নিয়ে
আমার বাসায় যেও ।
বসার জন্য পিড়ি আছে
থালা আছে খাবার
সেই খাবার পরে যায় কখন
কিছু বলা যায তার ?
একটি ধরে অমনি যদি
আরো এক সন্ধান পাও
আমার কাছে জমা রেখে
অমনি চলে যাও ।
ভয় নেই কোন আমার বাসায়
আসেনা কে উ তেড়ে
নিশ্চিন্তে তা খেতে পারবে
কে উ নেবেনা কেড়ে ।
ভাবছো কি আর চুপটি করে
আর কিষে তোমার ভয?
জমা কভু যায়না খোয়া
যদি তা না হয় ক্ষয় । ।