Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বদেশপ্রেমই পৌছাতে পারে একটি জাতিকে তার কাঙ্খিত গন্তব্যে

: | : ২৯/১২/২০১৩

স্বদেশপ্রেম মানে নিজ দেশ ও স্বজাতির প্রতি এক অকৃপণ ভালোবাসা। আমরা এই স্বাভাবিক কথা সবাই কমবেশি জানি………

কিন্তু বুঝতে চাই না এর গুরুত্ব কাতখানি । বুঝতে পারলেও না বোঝার ভাব করি ।

আপনারা দেখে থাকবেন একটি ছেলে যখন একটি মেয়েকে ভালবাসে

সে কখন ঘুম থেকে জাগলো , কখন কোথায় কি করলো,সব কিছু তার জানা  থাকে।

তো ভালবাসা মানে যদি এমন হয় …………যে ,যাকে ভালবাসবো তার সব কিছু  ভাল  ভাবে জানবো । তাহলে আমরা তো সবাই দেশকে অনেক ভালবাসি, এটাই দাবি করে আসছি ।

 

কজন আমরা দেশের খোঁজ খবর রাখি । ভোট আসলো ভোট দিতে হবে ,দিয়ে চলে  আসলাম। কাকে ভোট দিলাম ? সে কতোটা যোগ্য ? সবকিছুই আমাদের চিন্তা চেতনার বাহিরে ……………………।।

 

দেশের টাকা কোথায় খরচ হল ? কিভাবে খরচ হল ? এগুলো কখনো কি ভেবে দেখেছেন …………………

দেশের টাকা মানে তো আপনার কষ্টে উপার্জিত টাকা ,আপনার চাকরির বেতনের কিছু আংশ (ইনকাম ট্যাক্স)।

 

কিসের জন্য আমরা কর দেই ? ………………………………………………………

আমাদের টাকা দিয়ে যদি মন্ত্রীর  মেয়ের নতুন নতুন মডেলের গাড়ি কেনা হয় ……

তাদের ব্যাংকে জমা হয় কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ।

তাহলে ভাবতেই পারছি দেশকে আমরা কতটা ভালবাসি । দেশটি আমাদের চোখের  সামনে বিক্রি হয়ে গেলেও প্রতিবাদ করার মত লোক খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ !

 

আমরা গনতন্ত্রে বিশ্বাসী । কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো কি জানি না।

দলীয় সরকার যখন দেশকে ভুল পথে পরিচালিত করে বিরোধী দল তখন হরতাল , ধর্মঘট দিয়ে দেশকে পঙ্গু করে রাখে এটা এক ধরনের প্রথায় পরিণত হয়েছে ।

কিন্তু সাধারন জনগণ হাত গুটিয়ে থাকে । আমরা ঝামেলায় জড়াতে চাই না,ভাবি দেশের যা হয় হোক তাতে আমার কি ?

 

 

ভাই আপনারই তো সব কিছু , আপনাকেই তো চড়া মূল্যে সব কিছু কিনতে হয় । দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির ফলে আমাদেরই তো পারিবারিক বাজেটের অংক ঘন ঘন কোষতে হয় ।

আপনার মনোনীত প্রতিনিধি কিন্তু এসব কিছু বোঝেন না । পারিবারিক বাজেট কিন্তু তাদের চিন্তার বাহিরে ।

বহির বিশ্বের দিকে তাকালে দেখতে পাবেন , খুব সাধারন ইস্যু নিয়ে তারা রাস্তায় নেমে আসে কারন তারা তাদের আধিকার গুলো আধায় করতে জানে । তাই তাদের সরকারকে প্রতিটি কাজের পাই পাই হিসাব দিতে হয় ।

 

ভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার , আর বিজয় দিবসে জাতীয় স্মৃতি সৌধে গিয়ে লম্বা চওড়া ভাষণ , আর গাদি গাদি ফুলের তোরা সমর্পন করলেই দেশকে ভালবাসা হয় না ।

 

বিখ্যাত ব্যক্তিবর্গরা বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে আখ্যায়িত করেছেন , সোনা তো বটেই ……………  

কিন্তু আমরা এর কতটা মূল্যায়ান করতে পেরেছি এতাই আসল কথা ।

 

তাই সবার প্রতি আমার আহবান , স্বদেশপ্রেমের নামে ধোঁকাবাজি আর নয় …………

দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করি ।

 

 

নিজেও বদলে যাই , দেশকেও বদলে দেই ……………………………..

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top