Top today			
			হরতাল
হরতাল হরতাল
লাগাতার হরতাল
নাই যার কোনো তাল
তাল বেতাল হরতাল।
হরতালে দেশটা
হয়ে গেল ধ্বংস
গিলে খাইল গোটাজাতী
রাজাকারের বংশ।
হরতালে জামাত শিবির
মারছে পুলিশ,পুড়ছে গাড়ী
তাই বলে কী রক্ষা পাবে না
মসজিদ-মন্দির আর
হিন্দু বাড়ি?
শাসক শ্রেনীর অত্যাচারে
মৃত প্রায় দেশটা
যা ছিল অবশিষ্ট
হরতালে শেষটা ।।
©শওকত আলী বেনু
