Top today
হৃদয়পুরে দেশান্তরী-৯
লাইলী অমর মজনু অমর, অমর কৃষ্ণ রাধা;
রইলো তাঁদের প্রেম কাহিনী কাব্যে গানে বাঁধা।
নাইবা হলাম কবির কাছে তাঁদের মতো দামী,
আমার মাঝে তুমি অমর, তোমার মাঝে আমি।
লাইলী অমর মজনু অমর, অমর কৃষ্ণ রাধা;
রইলো তাঁদের প্রেম কাহিনী কাব্যে গানে বাঁধা।
নাইবা হলাম কবির কাছে তাঁদের মতো দামী,
আমার মাঝে তুমি অমর, তোমার মাঝে আমি।