Top today
আজ আমি সুগৃহিনী হব
গৃহ পরিস্করন কর্মসূচী
নিয়েছি আজ হতে।
হতে চাই আজ
সুগৃহিনী।
ঝাড় দিচ্ছিলাম
প্রবল উৎসাহে
যত ময়লা আবর্জনা
দেশের।
নিজের ঘরখানি যে
ততধিক ময়লা
তা দৃষ্টির আগোচরে।
বাধিয়া গেল গৃহযুদ্ধ
আজকে আর নয়
দেশসেবা
নয় কবিতা গল্প
আপন আপন কাজ
সেরে নিব আজ।
সন্ড্রী রান্না বান্না
বাচ্চা পালন
আর যাবতীয় কাজ।
দেখাতে চাই
হতে পারি আমি
সুগৃহিনী চাইলেই।