Top today			
			আজ তোমার আমার অভিসার
তুমি থাক ডালে ডালে
আমি থাকি পাতায় পাতায়
বললে তুমি কৌতুকে।

এর অর্থ কি
বললাম তির্যক হেসে_
বললে হেসে
জানি তো
কি করতে যাচ্ছেন এখন।
ও তাই নাকি?
বলুন সাইকিক সাহেব
কি যাচ্ছি করতে?
চোখ বলছে যার
দিবে ভাসিয়ে আজ
আমায় মায়ায়
আদরে ভালবাসায়।
আহারে ব্যার্থ সাইকিক
ঘুমাব এখন
নাই সময় আদরের
ক্লান্ত আমি দিনশেষে।
ধরলে এসে ঝাপটে
ক্লান্তি যাবে এখন ই মুছে
জানি সে ঔষধ আমি
বললে একটু পাজী হেসে।
ঘুমানোর যত পরিকল্পনা
বাদ আজ
আজ তোমাতে আমাতে
হবে একান্ত অভিসার।
