Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আর মাত্র ১ দিন!

: admin | : ৩০/১২/২০১৩

প্রিয় লেখক / প্রদায়ক বন্ধুরা

আপনারা জানেন যে ভবিষ্যতে চলন্তিকার একটি প্রকাশনা প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে যেখান থেকে প্রতি মাসে একটি শিল্প-সাহিত্য-ভ্রমন-ফিচারধর্মী একটি অরাজনৈতিক পত্রিকা বের করা আর সাথে সাথে নিয়মিত ভাবে সেবা প্রকাশনীর ধরনের বিভিন্ন বই বের করা। আপাতত এটা হতে পারে তার পরীক্ষামূলক প্রকাশনা। আপনারা মহান আল্লাহ এর নিকট দুয়া করুন, আল্লাহ যেন আমাদের এই ইচ্ছাটা পূরণ করেন।  আমাদের প্রথম সংখ্যা বের হবে ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে লেখা জমা দেবার শেষ তারিখ ডিসেম্বর মাসের ৩০ তারিখ লেখা প্রকাশের জন্য লেখক / কবিকে কোন খরচ বহন করতে হবে না।

আমরা চাই আমাদের পত্রিকাটি সবার সাহিত্য ক্ষুধা নিবারণের পাশাপাশি কিছু প্রয়োজনীয় তথ্যতেও ভরপুর থাকে। এখানে মানসম্পন্ন ৬০/৭০ জন লেখক/কবির লেখা থাকবে লেখা অবশ্যই চলন্তিকাতে পূর্বে প্রকাশিত হতে হবে। চলন্তিকা ছাড়া অন্য ব্লগে প্রকাশিত হলেও আপত্তি নাই। তবে চলন্তিকাতে অবশ্যই প্রকাশিত হতে হবে। লেখার ব্যাপ্তি কবিতা হলে অনধিক ২০ লাইন আর অন্যান্য লেখার ক্ষেত্রে অনধিক ১২৫০ শব্দ

আর আমরা প্রতিটা সংখ্যা দেশের স্বনামধন্য ১০টি দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদক ও  ৫ জন স্বনামধন্য প্রকাশকের কাছে পাঠিয়ে দিব। আমাদের চেস্টা থাকবে আপনাদের লেখার সাথে নামি সাহিত্য সম্পাদক ও প্রকাশকদের পরিচিত করানোর। আমাদের পত্রিকাটির সাইজ থাকবে: ৬.৯” x (৪.৮”+ ৪.৮”), কভার পেপার : ৩০০ গ্রাম আর্ট পেপার,  চার কালার, ইউভি লেমিনেশন, পৃষ্ঠা সংখ্যাঃ ২২৪, ভেতরের কাগজ : ৬০ গ্রাম সাদা কাগজ, ভেতরের ছাপা : এক কালার, বাঁধাই : জুস বাইন্ডিং / অটো বাইন্ডিং, কপিঃ প্রাথমিক ভাবে প্রতি ঋতুতে ৩০০ কপি করে প্রকাশ করা হবে।

“চলন্তিকা অবসরের সঙ্গী” আপাতত কোন কমার্শিয়াল পত্রিকা নয়। আর এটি শুধুমাত্র ব্লগের বন্ধুদের লেখা নিয়ে, শুধুমাত্র তাদের জন্যই। তাই এর মূল্য গতানুগতিক বাজারের পত্রিকার চাইতে বেশি হবে। এর মূল্য থাকবে ২০০ টাকা  এখানে কোন লেখক / কবিকে  সৌজন্য কপি দেওয়া হবে না। তবে প্রকাশ হবার পর জানিয়ে দেওয়া হবে, কার কার কোন কোন লেখা প্রকাশ পেয়েছে।

 

আরও বিস্তারিত জানতে মেনু বারের নিম্নের পেজগুলো ভিজিট করুন-

চলন্তিকা অবসরের সঙ্গীকিছু প্রশ্নোত্তর জানতে নিম্নের লিঙ্ক দেখুন

http://cholontika.com/?p=125146

 

চলন্তিকা অবসরের সঙ্গীতে লেখা জমা দিতে নিম্নের লিঙ্ক দেখুন

http://cholontika.com/?p=12514

 

 

বিনীত

সম্পাদক, চলন্তিকা ব্লগ।

cholontika.com

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫৮ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০২৪-১১-২৩ ০৬:১০:০২ মিনিটে
Visit admin Website.

মন্তব্য করুন

go_top