Top today
কবিতাটি শোকের
শুনতে চেয়োনা তুমি প্রিয় কোনো কথা
ভালবাসা সে মরে গেছে আজ; এ হৃদয় পাথরসম ধূধূ মরুময়।
তবে যদি শুনতেই চাও তুমি
বলতে পারি তোমায়
একগুচ্ছ রক্তগোলাপের কথা- যে একটু আগে কানে কানে বলে গেল আমায়
এক প্রেমিকের কারণে ছিন্নভিন্ন তার বুক!
তুমি যদি শুনতেই চাও
তবে আমি বলতে পারি তোমায়, একটি বুনো হরিণীর কথা-
শিকারীর ছোড়া তীরে ক্ষতবিক্ষত যার দেহ!
তুমি যদি শুনতে চাও তবে আমি বলতে পারি আরো এক
সুখ শালিকের কথা
যার দুটো নিষ্পাপ ছানাকে কে বা কারা ছিনিয়ে নিয়েছে তার বুক থেকে।
শুনবে কি তুমি?
এভাবেই মরে ওরা, আবার জন্ম নেয়-
মরে মরে ওরা অমর হয় পৃথিবীতে!