Top today
নারী
কখনও সে গাঙচিল
চিরচেনা শৈশব
কখনও সে তরুণী
লুকিয়ে রাখা অনুভব।
কখনও সে অভিমানী
বর্ষার জল
ভাসিয়ে নিয়ে যায়
গভীরে অতল।
কখনও সে ক্যানভাসের
চেনা রং তুলি
হাজার বছর ঘুরে ফিরে
অচেনা অলিগলি।
কখনও সে গাঙচিল
চিরচেনা শৈশব
কখনও সে তরুণী
লুকিয়ে রাখা অনুভব।
কখনও সে অভিমানী
বর্ষার জল
ভাসিয়ে নিয়ে যায়
গভীরে অতল।
কখনও সে ক্যানভাসের
চেনা রং তুলি
হাজার বছর ঘুরে ফিরে
অচেনা অলিগলি।