Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নেতা

: | : ৩০/১২/২০১৩

তায়রে নায়রে বন্ধুরে
কোমবা খাইল ইঁন্দুরে
নেতা খাইল দেশ
মজা দেখছি বেশ !

দেশের লাগি দিচ্ছে প্রাণ
শুঁইয়ে বসে নিচ্ছে ঘ্রাণ
সতেজ রক্ত লাশের
তেরটা বাজল দেশের ।

গরম করছে নিউজ পেপার
নেতা নামে যত চোর বাটপার
টিভি চ্যালেনও ফাটিয়ে দিচ্ছে
অর্থ কড়ি সব লুটিয়ে খাচ্ছে ।

কত মিথ্যে বচন স্বরে
তায়রে নায়রে বন্ধুরে ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top